আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমরা হলামনা প্রেমিক-প্রেমিকা!

এখনো নিজের কাছেই আছি......

তোমাকে দিয়েই একটি কবিতা লেখাবো নেহায়েত আমার জন্য লিখবে: তোমাকে ভালবাসি আমার পুরুষ। প্রতিক্ষাগুলো ছন্দে ছন্দে গেঁথে দেবে তুমি, না হোক মালা প্রতিগ্ঘা আর প্রতিক্ষা দিয়ে তবু লিখো আমি প্রতিক্ষায় আছি তোমার। লিখো ভালবাসা আটপুরে ও তবু শক্ত দেয়াল। তোমাকে দিয়েই লিখাবো তোমার বিষাক্ত বিষের বাণ ও অউপযোগীতা। তোমাকে দিয়েই লেখাবো ২৮বছরের ক্ষুধার্ত বাঘের থাবায় তুমি কতটুকু শিহরিত সমর্পনা ছন্দের ভেতর গানে গানে তুমিই বলে যাবে - কেমনে তুমি বিষের ভেতর বিষ ঢেলে দাও। তুমিই বলে যাবে অন্ধ ভালবাসা কেনো অন্ধ হলোনা কোনদিন! তোমাকেই বলে যেতে হবে আমি প্রেমিক ও তুমি প্রেমিকা হয়েও কেন আমরা হলামনা প্রেমিক-প্রেমিকা! তোমাকে বলে যেতে হবে: ভালই যদি বাস ভালনয় কেন ভালবাসা ভাল থাকিনা তুমি-আমি । তোমাকেই প্রমান করে যেতে হবে এই একবার ভালবেসে- কোনদিন ভালোবাসনি আমায়। তারপর কবিতায় কবিতায় তোমাকে দিয়েই তোমাকে কাঁদাবে তুমি। আমি শুধু দূর থেকে কবিতার গা'য় ছুড়ে দেবো কাব্যিক আদর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।