একটা সিনেমা দেখব আমি
হলের ভিতর যাইয়া
বাদাম চিবাই আপন মনে
পঁচা মুখ কইরা( পঁচা বাদাম অন্ধকারে দেখা যায় নাই তাই)
কি সিনেমা বানাইয়াছে
লটু কবিরাজ
তাই দেখিয়া আমার মাথায়
পড়লো একটা বাজ
নাই কোন কাহিনি
নাই ভাল সংলাপ
লটু কবিরাজের সিনেমা দেখিয়া
সবাই করে বাপ বাপ
লটু মিয়া গাঁন্জা টানে
সকল মানুষ জানে
সিনেমা একটা বানাইয়া
জনতারে হলমুখে টানে
লটু মিয়ার লটরপটর ফাঁস
করেছে কে?
আমি জানি না , সবাই জানে
তৃষা কে ফুসলাইয়া বিয়া করেছে
আর কিছু লিখিবনা
লটুমিয়ার কথা
যেটা শুনলে তৃষা ম্যাডাম
পাইব নাকি ব্যাথা
ইহা একটি রম্য ছড়া
সিনেমা দেখিয়া খাইছি ধরা
ধরা যদি খাইতে চান
সিনেমা হলে চলে যান
বাকি আরো আছে আইজ না আরেক দিন লেখুম নে এখন ২ নাম্বারে ধরিয়াছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।