আমাদের কথা খুঁজে নিন

   

হায় '' ইত্যাদি '' হায়

পরে বলব

বিটিভির ইত্যাদিতে নতুন কিছু দেখার আশায় থাকে সবাই । অথচ সেই ইত্যাদি যদি পুরনো জামা জোড়াতালির মত দর্শকদের জোড়াতালি দিয়ে দৃশ্য দেখিয়ে থাকে তবে কেমন লাগে ? এবারের ইত্যাদিতে পুরোনো একটি জোকসকে জোড়াতালি দিয়ে একটি নাটিকা দেখানো হয়েছে , যে জোকস দৈনিক পত্রিকাগুলুতে এ পর্যন্ত কতবার ছাপা হয়েছে তার কোনো হিসেব নেই । বলি দর্শকদের কি বোধাই মনে করেছে যে কেউ বুঝতে পারবেনা ? ফকিরদের নিয়ে একটি জোকস আছে যে , মেয়ের বিয়ের যৌতুক দিতে গিয়ে ফকির বাবাকে যৌতুক হিসেবে ভিক্ষে করার স্হানটি দিতে হয়েছে । অথ্যাৎ ওনাকে এখন থেকে নতুন জায়গায় ভিক্ষা করতে হবে । এটাকে একটি ল্যাপটপ দিয়ে জোড়াতালি মেরে আমাদের গিলিয়ে দিল । অনেকে হয়তো হেসেছেন কিন্তু এই জোকস কতবার পড়েছি তার কোনো হিসেব নেই । এই কি ইত্যাদির নমুনা ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।