আমাদের কথা খুঁজে নিন

   

আরো কিছু পেইন্টিং

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
>> ছবির শিরোনামঃ সস্তা হোটেল মাধ্যমঃ তেল রং আকারঃ ৩ফুট বাই ৪ফুট --------------------- >> ছবির শিরোনামঃ চলো গ্রামে ফিরে যাই মাধ্যমঃ তেল রং আকারঃ ২৪"- ৩৬" ---------------------- >>ছবির শিরোনামঃ প্রেমময় মাধ্যমঃ এ্যাক্রিলিক আকারঃ ১২"-১৮" ----------------------- >> ছবির শিরোনামঃ শুভ্র আকাশ মাধ্যমঃ তেল রং আকারঃ ২৫"-২৭" ----------------------- >> ছবির শিরোনামঃ দ্বীত্ব মাধ্যমঃ তেল রং আকারঃ ২০"-৩২" ------------------------------------------------------------------------ ক্যামেরার অভাবে সঠিক সময়ে পেইন্টিং শেয়ার করতে পারিনা আগেই একবার বলেছিলাম। আমার ব্যবহৃত সেল ফোনের ক্যামেরা দিয়ে পেইন্টিং এর ছবি তুলে নিয়ে ক'দিন আগেই ফেসবুক এর বন্ধুদের সাথে শেয়ার করেছি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ব্লগেও আমার সীমানায় আসেন ও আমার খোঁজখবর করেন। তারা সহ এবং তারা বাদে সামু'র বাকিদের মাঝে দেখানোর জন্যই আমার এই আয়োজন। ঈদের পরে সবাই নিজেদের দেশের বাড়ি বা প্রিয়জনদের ছেড়ে শহরে ফিরে আবার কাজে যোগদান করেছেন অথবা অনেকেই নিজের নীড়ে ফিরেছেন। প্রিয় মা-বোন আত্মীয়কে ছেড়ে আসতে কষ্ট হলেও চাকরি বা বাচ্চা-কাচ্চার স্কুল অথবা হয়তো কারো নিজের কলেজ-ভার্সিটির পড়াশুনার টানেই এই যান্ত্রিক নগরে ফিরে আসতে হয়েছে। হয়তো শুধু এই ঢাকা মহানগরীতেই নয় , হতে পারে ঢাকা বাদে অন্যান্য জেলা শহরেও। সকলকে রইলো ঈদ পরবর্তী শুভেচ্ছা। কাছে-দূরে, দেশে-বিদেশে সবাই ভালো থাকুন--- রইলো এই শুভকামনা!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।