আমাদের কথা খুঁজে নিন

   

যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল…..

"যত সমস্যা, তত সমাধান"

আমি যে ছোট সফটওয়্যারের কথা সবার সাথে শেয়ার করছি তার নাম হলো PhotoShrink। নামটা যেমন মজার কাজটা ঠিক ততোটাই ফাটাফাটি! আমি বেশ অবাক হয়ে গেছি এর কাজ দেখে। জানি না এটা কিভাবে সম্ভব। আমরা হয়তো অনেকেই ই-মেইলে ছবি এটাচ করে পাঠাই। এক্ষেত্রে যে সমস্যাটা জটিল আকার ধারন করে তা হলো ছবির সাইজ।

আমাদের দেশের নেটের যে কঠিন(!) অবস্থা তাতে নিশ্চয়ই সবার ধারনা আছে ই-মেইলে ছবি এটাচ করা কতোটা কষ্টকর। মাত্র 2-3MB সাইজের ছবি এটাচ করতেই আমাদের নেটের অবস্থা কাহিল হয়ে যায়। আর এসব ঝামেলা থেকে মুক্তি দেবে এ সফটওয়্যারটি। অর্থাৎ শুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ করেই ছবির সাইজ ১মেগা থেকে ৪০কেবিতে রুপান্তর করতে পারবেন! এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন কত কাজের জিনিস। শুধু মাত্র ই-মেইলেই নয় আপনি ঐছবি ওয়েবপেজেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই।

তাছাড়া আপনার কম্পিউটারের জায়গা কিছুটা হলেও বাচবে। আরও যেসব সুবিধা পাবেনঃ ব্যাচ রিসাইজিং। ড্রাগ এন্ড ড্রপ ইন্টারফেস। JPG কোয়ালিটি সম্পন্ন ছবি। JPG, PNG, GIF, BMP and TIFF ফরম্যাটের ছবি সাপোর্ট করে।

ইউনিকোড কম্পেটিবল ,ইত্যাদি। ডাউনলোডঃ PhotoShrink 2.0 মাত্র 1MB। সাথে কীমেকার দেয়া আছে। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ। পুর্বে Techtunes এ প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।