আমাদের কথা খুঁজে নিন

   

যৌথ দীর্ঘশ্বাস

s
যদি তুমি দুঃস্বপ্নই হও তবে এসো এ বেলায় আমি আর জাগবো না! নতুবা তোমাকেই বলতাম কারো প্রতীক্ষায় বিনিদ্র কাটিয়ে দেয়া সহস্র রজনীর গল্প! চর্যার চেয়েও প্রাচীন এক রূপকথা। সোনার কাঠির ছোঁয়ায় সে কেমন জীবন্ত হয়ে উঠেছিল। যদি তুমি কলঙ্ক দাও তবে দিও যক্ষের ধন করেই বুকে রেখে দেবো সে কৃষ্ণগাঁথা! অথচ, তোমাকেই দেখানোর ছিল বুকের যত গোপন আলোকচিত্র সময়ের ধুলোয় কত বিবর্ন অপেক্ষা আর রিক্ততার জলছবি। জানি, তুমিও চোখের পাতায় ধরে রেখেছো সেই সোনারঙ্গা দিনগুলো তোমার মনের সেই দূর্বোধ্য শিলালিপি তার যথার্থ অনুবাদক তো আমিই ছিলাম আমিই তো ব্যাখ্যা করেছি জীবনযন্ত্রের খোঁদাই করা অনুলিপিগুলো আজ সেসব পুরনো দিনের গল্পের মতো বিষাদসিন্ধু পেরিয়ে আমাদের যৌথ দীর্ঘশ্বাস কারও হারাবার, কারও হেরে যাবার!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।