আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ইংরেজী-২

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আমাদের ইংরেজী নিয়ে একটি ব্লগ লিখেছিলাম কিছুদিন আগে। স সময় থেকে ড. আবেদ চৌধুরীর সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। আমাদের চিন্তা ভাবনাগুলো একটি নিবন্ধে লিখেছি। প্রথম আলো আজকে সেটি ছেপেছে।

আমরা প্ল্যান করছি গ্রামের কয়েকটি স্কুলে ইংরেজী, গণিতসহ সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবী হিসাবে একটি প্রোগ্রাম চালানো যায় কী না। একটি ইংরেজী দিবস টাইপের কিছু। এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জনের পরামর্শ নিচ্ছি। সবার পরামর্শ চাচ্ছিও।

গুরুত্বপূর্ণ হচ্ছে এমন কিছু যা কী না সাসটেইনবেল হবে। মাথায় রাখছি আমাদের গ্রামের স্কুলের শিক্ষকদের কথা। কারণ তাদেরকে যদি সম্পৃক্ত করত না পারি তাহলে কাজে লাগবে না। ইংরেজী শেখার ব্যাপারটাকে একটি সামাজিক কর্মসূচিতে পরিণত করা যায় কীনা সেটা ভাবছি। আমি খুব শিওর না, তবে ঠিকমতো চেষ্টা করতে পারলে মনে হয় হবে।

দেখা যাক। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।