আমাদের কথা খুঁজে নিন

   

আসল নামে ব্লগ লিখলে কি এমন ক্ষতি!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

আগেই বলে নিই যে এটা একটা ফালতু পোস্ট। পবিত্র ঈদের সময় ব্লগের নোটিশ থেকে জানতে পারলাম ২০৯ টি দেশে প্রায় ৫৭ হাজার ব্লগার আছেন যারা সামহোয়্যার ইন ব্লগের ব্লগার। তবে বেশীর ভাগ সময়ই খুব কম সংখ্যক ব্লগারকে অনলাইনে থাকতে দেখি।

সম্ভবত ব্লগার আসে ব্লগার যায়। বেশী দিন থাকতে চায় না। ব্লগের অনেক ব্লগার আছেন যাদের লেখা আমার অনেক ভাল লাগে। মাঝে মাঝে তাদের প্রকৃত নাম জানতে ইচ্ছে করে। তারা এমন সব অদ্ভুত ছদ্ম নামে লিখেন যে কি করে বুঝব তাদের প্রকৃত নাম কি? ( আপনারা রাগ করবেন না যেন এটা একান্তই আমার অভিমত)।

বৃটিশ আমলে অনেক বিখ্যাত ব্যক্তি ছদ্ম নাম ব্যবহার করতেন। তবে তাদের লেখা পড়ে মানুষ জানত যে কোনটা নজুরলের লেখা । এখন যারা ব্লগে অনেক বিচিত্র ছদ্ম নামে লিখে থাকেন তাদের নাম জানার কোন উপায় আছে কি? সুন্দর নাম অনেক কাঙ্ক্ষিত। বাবা-মা অনেক খুজেঁ তারপর সন্তানের নাম ঠিক করেন। সেটা অবশ্যই অনেক সুন্দর।

কিন্তু অনেক ব্লগার কেন জানি তাদের প্রকৃত নাম প্রকাশ করতে চাচ্ছেন না। আসল নাম প্রকাশ করলে কি এমন ক্ষতি? তাছাড়া আপনি যদি কাউকে ব্লগে প্রকাশিত কোন লেখা আপনার লেখা বলে দেখাতে চান তারা কি করে বিশ্বাস করবে যে এটা আপনার লেখা? নিশ্চয়ই নাম দেখে। আমার অবশ্য যারা আসল নামে ব্লগ লেখেন তাদের প্রতি বিশেষ শ্রদ্ধাবোধ রয়েছে। এই পোস্টের উল্টা পোস্টও যে কোন ব্লগার দিতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।