আমাদের কথা খুঁজে নিন

   

পলি পলি ছলা



ছোটবেলায় 'চয়নিকা' বইয়ের সবগুলো ছড়া মুখস্থ ছিল। কয়েকটা আগেও দিয়েছি। 'চয়নিকা'য় যে কবিতাগুলো ছিল সবগুলোর ছড়াকারের নাম পাওয়া যায়নি। এসব কবিতার শিরোনাম ছিল "প্রচলিত ছড়া"। ছোটবোনকে শেখানোর পর সে বলত, "পলি পলি ছলা"।

'আমার বই'য়েও বেশ কিছু মজার ছড়া ছিল। দেখা যাক কিছু মনে করতে পারি কি না। খোকন যাবে শ্বশুরবাড়ি খেয়ে যাবে কি? ঘরে আছে গমের ময়দা শিকেয় আছে ঘি। একটু খানি দাঁড়াও খোকন জিলিপি ভেজে দি। খোকন যাবে শ্বশুরবাড়ি খেয়ে যাবে কি? ঘরে আছে তপ্ত মুড়ি মেনা গাইয়ের ঘি।

(শেষের দুই লাইনে মনে হয় ধরা খেয়ে গেলাম, কেউ জানলে ঠিক করিয়ে দিবেন। ) আরেকটা চেষ্টা করি। খোকা ঘুমালো পাড়া জুড়াল বর্গী এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি? আর ক'টা দিন সবুর কর রসুন বুনেছি। খোকন সোনাদের নিয়ে আরও অনেক ছড়া আছে। খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায়।

খুকুদের নিয়েও ছড়া আছে। আয়রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভোদর ফিরে চা খুকুর নাচন দেখে যা। আর বাবুদের ঘুম নিয়েও ছড়ার অভাব নেই। গোল করো না গোল করো না ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে হল নওয়াব বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মোতির মালা তাইতে ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। (এই ছড়াটা যতদূর মনে পড়ে কবি সুফিয়া কামাল লিখেছেন।

) ময়ূর নিয়ে একটা ছড়া ছিল, ঠিকমত মনে পড়ছে না। মেঘ গুড় গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেকা সবাই লুকায় ঘরের কোণে ময়ূর নাচে একা। (আর মনে পড়ে না। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।