আমাদের কথা খুঁজে নিন

   

তারা ভরা রাতে তোমার কথাটি মনে পড়ে বেদনায়

সুন্দর মনের মানুষদের ভালবাসতে চাই। পৃথিবীটাকে আরো সুন্দর দেখতে চাই। পৃথিবীর সবকিছুর মাঝে নিজের ভালবাসাটা পৌছে দিতে চাই। নিজের আনন্দটা সবার সাথে শেয়ার করতে চাই।

‍"তারা ভরা রাতে তোমার কথাটি মনে পড়ে বেদনায় ঐ রাত জাগা পাখি সাথি খুজে ফিরে আমি ভাবি শুধু নেই তুমি কাছে হায় তারা ভরা রাতে........" কি কেমন আছা? এটা আবার ভুল করে মনে করো না আমার লেখা কবিতা।

এটা শ্রদ্ধেয় আব্দুল জব্বার সাহেবের একটি গানের কয়েকটি পংক্তি। হঠাৎ করে আকাশ ভরা তারা দেখে গানটা মনে হলো.. আর মনে হলো তোমাকে। কি... ভাবছো যে বানিয়ে বানিয়ে বলছি‍! মোটেও না। আচ্ছা তুমি কি বলো তো... হঠাৎ হঠাৎ এমন করে আমার মনে দরজায় কোন প্রকার নক বা করা ঘাত না করেই ডুকে পড়। আর আমি তো... তোমাকে দেখেই কথা বলি।

এরপর থেকে তুমি যখন আসবে প্লিজ আমাকে অন্তত পক্ষে একটা এসএমএস বা ফোন বা মিস কল দিবে। মনে থাকবে। ......ও সরি ভুলে গিয়েছিলাম ....সরি সরি... আমি যখন আমার মনে ঘরে প্রথম তোমাকে এনে ছিলাম সেদিনই তোমাকে বলে ছিলাম এখানে আসতে তোমাকে কারো অনুমতি নিতে হবে না.... এমনকি আমারও না। এটা আজ থেকে তোমার। নিজের ঘরে নিজেকে আসতে তো কারো অনুমতি নিতে হয় না।

সরি আমারই ভুল হয়েছে। কিছু মনে করো না প্রিয়তমা...... তারা ভরা রাতে যদি চাঁদ না দেখি.... তাহলে তো পূর্ণতা আসে না। তুমি এলে বলেই তো আমি পূর্ণ হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।