আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প-ফাটল@ফাটল ডট.কম



বেশ কিছুদিন আগে আমাদের দেশের বাড়িগুলোকে ফাটল রোগে ধরেছিল। মানে বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এর মধ্যে আমরা কখনও বুঝতেই পারিনি যে কিছু কিছু বাড়ির ফাটল একটু একটু করে তৈরী হয়েছিল, মানে বেগুনবাড়ির যে বাড়িটা ধ্বসে পড়েছিল সে বাড়ির কথা বলছি। তারও অনেক আগে মিরপুর-১৪ নম্বরে এক বাড়ি হেলে পড়েছিল। ঐ বাড়িটি হেলে পড়ার আগে একটু একটু করে ফাটছিল নাকি হেলে পড়েই ঐ বাড়িটা ফেটেছিল তা আজ আমরা অনেকেই হয়তো ভুলি গেছি।

এই ফাটলগুলো কোন ভূমিকম্পের কারণে হয়েছিল কি না তাও আজ আর আমাদের মনে নেই। আসুন দেখি কিভাবে এর থেকে আগে থেকে সতর্ক হওয়া যায়। ফাটল ডট কম এর পক্ষ থেকে ফাটল থেরাপি ১। আমরা এখনই আমাদের বাড়িগুলো চেক করে দেখি, কোন ফাটল পাওয়া যায় কি না। ২।

বাড়িগুলোর আনাচে কানাচে/আন্ডারগ্রাউন্ডে একটু খুটিয়ে খুটিয়ে দেখে নিই কোন ফাটল দেখা যায় কি না। বিশেষ করে যারা বাড়িওয়ালা তাদের তো একটু বেশিই খেয়াল রাখতে হবে। ৩। বাড়িটি দূর থেকে দেখে নিই যে বাড়িটি হেলে পড়েছে কি না। অনেক সময় ফাটল দেখা না গেলেও বাড়িটি নরম মাটির কারণে হেলে পড়তে পারে।

৪। মাটির নিচে পানির স্তর কতটুকু নিচে নেমে গেছে তা মাপার যন্ত্র যদি বের হয়ে থাকে তাহলে এখনই ঐ যন্ত্র দিয়ে পরীক্ষা করিয়ে নিই। অবশ্য আমার জানা নেই যে এ ধরনের কোন যন্ত্র বের হয়েছে কি না। ৫। আপনি যদি দোতলা বা তারও উপরে থাকেন তাহলে আপনার বারান্দার পাশে একটি দরজা তৈরী করে নিন।

তাতে যে কোন সময় ইমাজেন্সী এক্সিট করতে আপনার সুবিধা হবে না। ওখানে দরি দিয়ে একটি মই তৈরী করে রাখুন নিচ তলা পর্যন্ত। ৬। আপনার বাড়ির সামনের বাড়িটি যদি খুবই কাছাকাছি হয় তাহলে ঐ বাড়িওয়ালার সাথে কম্প্রমাইজ করে একটি সিড়ি বানিয়ে নিন। পাকা সিড়ি না হলেও দড়ি দিয়ে বানিয়ে নিন, যেন যে কোন সময় ইমাজেন্সী যাতায়াত করতে পারেন।

আরেকটি খবর - বঙ্গবন্ধু সেতুতে ফাটল। সেতুতে ফাটল অনেক আগেই দেখা গিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত মেরামতের যে উদ্যোগ নেয়া হয়েছে তা আবার বাতিল করে পুনরায় টেন্ডার দেয়ার চিন্তা করছে সরকার। এতোদিনে কত ফাটল হয়েছে তা বর্তমান সরকারই বলতে পারবে। আসলে ফাটল সব খানেই।

কোথায় নেই??? আমাদের মনের ভেতরের যে ফাটল তা আমরা কি করে সারিয়ে তুলবো তা বলা খুবই মুশকিল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।