আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ-মধ্য-নিম্নবিত্ত



উচ্চ-মধ্য-নিম্নবিত্ত ভালোবাসি না ভালোবাসি না, ভালোবাসার মূল্য এক কানাকড়িও না ! গিভ এন্ড টেক, কর হ্যান্ডশেক । বর ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর বউ সেখানে ডিরেক্টর-ডিক্টেটর ! টাকা পয়সা বড় ফ্যাক্টর, তা নয়তো করবো না ঘর জ্বর এসেছে ? চল সিঙ্গাপুর, এইতো কাছে, নয়তো দূর ! মধ্যবিত্ত স্বামী করে টাকা রোজগার, স্ত্রী ঘরের কেয়ারটেকার ! ভাত কাপড়ের বদলে, এমন দাসী আর কি মেলে ? দেবে আর নেবে, মিলবে মিলাবে, নইলে এ তাসের ঘর ভেঙে যাবে নিম্নবিত্ত গরীব ঘরে আরো বালাই ভাত-কাপড় দেয়ার মুরোদ নাই, কিল মারবার বড় গোঁসাই। চারদিকে শুধু নাই নাই নাই, টাকাও নাই ভাতও নাই । ভালোবাসার কোনো দরকারও নাই। অভাব দাঁড়িয়ে ঘরের দরজায়, জানালা দিয়ে ভালোবাসা পালায়। এভাবেই একদিন ঘর ভেঙে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।