আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ধস: প্রধানমন্ত্রীর তহবিলে আরো অনুদান

প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন তাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একদিনের বেতন এই তহবিলে দেন।
এছাড়া ২৬টি সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেন।
এর মধ্যে রয়েছে- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বিএডিসি, বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ইবাইস ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিয়াম ফাউন্ডেশন স্কুল ও কলেজ, বেসরকারিকরণ কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট সেন্টার, রংপুর জেলা আওয়ামী লীগ, ঢাকা স্কুল অব ইকোনোমিক্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গোল্ডম্যান সফটওয়্যার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের গভর্নররা এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সাভারের ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেয়া অব্যাহত থাকবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।