আমাদের কথা খুঁজে নিন

   

দেশটিভির তামাশা:নাটকের মাঝে বিঞ্জাপন নাকি বিঞ্জাপনের মাঝে নাটক



নাটকের নাম "এই সময়ে সেইসব মানুষেরা"। নাটক শুরু ৯-৪৬ মিনিটে, ১ম বিঞ্জাপন বিরতি শুরু ৯-৫৪ মিনিটে। ১ম বিঞ্জাপন বিরতি শেষ ১০-১৩ মিনিটে, আবার নাটক শুরু ১০-১৩ মিনিটে। ২য় বিঞ্জাপন বিরতি শুরু ১০-২১ মিনিটে,২য় বিঞ্জাপন বিরতি শেষ ১০-৪৯ মিনিটে।আবার নাটক শুরু ১০-৪৯ মিনিটে, নাটক শেষ হয়ে গেল ১০-৫৫ মিনিটে। সুতরাং মোট বিঞ্জাপন = ৪৭ মিনিট। এবং মোট নাটক = ২২ মিনিট। এই তামাশার মানে কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।