ন্যায় প্রতিষ্ঠায় প্রাণ দিব
এই কালা ব্রুনিই গত কিছুদিন পূর্বে ইরানের এক মহিলার শাস্তিকে (যিনি স্বামীকে ধোকা দিয়ে পর পুরুষের সাথে অবৈধ সর্ম্পক গড়ে স্বামীকে হত্যা করেছিলেন) অমানবিক বলেছিলেন। কেননা সেখানকার আদালত তাকে পাথর মেরে হত্যার রায় দিয়েছিল। ব্রুনি সেই মহিলার পক্ষে ক্যামপেইনেও করেছেন।
অথচ দেখুন তার পবিত্র চরিত্রের নমুনা।
'একই পুরুষের সঙ্গে ঘর করা ক্লান্তিকর: কার্লা ব্রুনি'
স্বামী প্রেসিডেন্ট হলেও কি একঘেয়েমী কাটে না?
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির পত্নী কার্লা ব্রুনি'র যে জীবনী প্রকাশিত হতে চলেছে, তাতে রয়েছে এমন বিস্ফোরক মন্তব্য৷ একটি পত্রিকায় এই বইয়ের কিছু অংশ পড়েই গোটা দেশে হইচই পড়ে গেছে৷
একই অঙ্গে এত রূপ –ফ্যাশন মডেল হিসেবে ব্রুনিফ্রান্সে সবার মুখেই এখন মাদাম ব্রুনির নাম৷ তাঁর জীবন নিয়ে দু-দুটি বই প্রকাশিত হচ্ছে৷ এর মধ্যে একটির জন্য প্রেসিডেন্টের প্রাসাদের অনুমোদন থাকলেও অন্যটি ব্রুনির অনুমতি ছাড়াই বাজারে আসতে চলেছে৷ বলাই বাহুল্য, এটিকে ঘিরেই আগ্রহ বেশি৷ কারণ ইটালির এককালের পপ তারকা ব্রুনির জীবনের অনেক গোপন তথ্যই যে রয়েছে এই ‘আনঅফিশিয়াল বায়োগ্রাফি'র মধ্যে!
গত বছর নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন ব্রুনিসার্কোজির সঙ্গে বিয়ের আগে মিক জ্যাগার থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প'এর মতো অনেক বিখ্যাত পুরুষের সঙ্গে ব্রুনির সম্পর্কের কথা অজানা না হলেও আরও নতুন খবরের চাহিদা কম নয়৷
কী রয়েছে এই দ্বিতীয় জীবনীতে? ব্রুনির বন্ধুবান্ধব ও প্রাক্তন পুরুষ সঙ্গীরা বলেছেন, ‘‘প্রেমের ক্ষেত্রে কার্লা যেন এক বাঘিনী৷ পুরুষদের প্রতি তার ক্ষুধা মেটানো কঠিন৷'' ব্রুনি নিজেও নিজের অতীত বা চরিত্র নিয়ে কখনো তেমন রাখঢাক করেন নি৷ বলেছেন, ‘‘আমি বেড়ালের মতো, আমি ইটালির নারী৷ একই পুরুষের সঙ্গে ঘর করা আমার জন্য ক্লান্তিকর, একঘেয়েমীতে ভরা৷''
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।