যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
মাঝে মাঝে দেখি, ব্লগের বিনোদন নিয়া লুকজন বিয়াপক হতাশ। ব্লগে বলে নতুন কিছু হয় না, সব বিনুদন হারায়া গেছেগা। এইসব কথার আসলে কোন বেইল নাই।
একটু ক্যারদানী মনোযোগ দিয়া ব্লগের প্রথম পৃষ্ঠা টা দেখলেই দেখবেন ব্লগারদের কত অজানা কথা বেরিয়ে আসছে। এরজন্য আপনাকে অবশ্য রিডিং বিটুইন দ্যা লাইনস জানতে হবে।
আমি মেজাজ খারাপ হইলেই এইটা করি, তারপর খালি বিনুদন আর বিনুদন।
আপাতত দেখেন এই দুইটা মাল। বুইজ্জা পড়তে পারলে দেখবেন খালি মাস্তি আর মাস্তি , কোনকিছুই আর বোর লাখপে না।
খেক খেক খেক....(বাই দ্যা ওয়ে বিট জ্বরাজরিতে আছি তাই এইসব আইডিয়া পয়দা হইতে আছে, আইডিয়া পয়দা হওনের জন্য জ্বরাজরির উর্পে কোন অসুদ নাই। ইন--জয়--বাবা ব্লগনাথ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।