আমাদের কথা খুঁজে নিন

   

এই মানুষগুলো



শ্বাপদ সংকুল পথ তবুও পথ চলা শ্রাবণের আকাশের বলা-কওয়াহীন চোখরাঙ্গানি মূহুর্তে মূহুর্তে আপদ বিপদের ভিন্নতা আশেপাশের জলমগ্ন ক্ষতগুলো থেকে, ব্যাঙেদের শ্রুতিকটু অবিশ্রান্ত সুর আছে সারাদিনের ক্লান্ত একটি শরীরের কর্মমুখী স্বভাব,তার বদৌলতে একান্ত আপনজনদের সুপ্রচুর বিরষ্টতা সুমানুষগুলোর জীবনধারা এমনই ক্ষতবিক্ষত অথচ তৃপ্ত।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।