আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ, ছুটি, সাতসতের.......................



ঢাকায় ঈদ করলাম। পেশাগত কারনে ঈদের দিনও অফিস করতে হয়েছে। যদিও খারাপ লাগেনি, কারন ঢাকাতেই পরিবারের সবাই আর কলিগরাও ভাই বোনের মত হয়ে গেছে। তাই এখন যারা ঈদে অফিসে নেই তারাই মিস করেছে। অফিসে যেতে যেতে কষ্ট লাগলো রিক্সাওয়ালাকে দেখে।

আজো তার গায়ে ঘামে ভেজা তিল পড়া শার্ট। রাস্তায় ট্রাফিক পুলিশ সেই পুরনো ইউনিফর্মে, চারপাশে নতুন পোষাক পরা মানুষের ভীড়ে সে বড্ড বেমানান। কলিগদের অনেকে হলে কিংবা মেসে রয়েছে অফিস করার জন্য, সকাল বেলা আমার বাসা থেকে নেয়া সেমাই ,লুচি এমন আগ্রহ করে খেল যেন অমৃত। একটু পর রংপুর থেকে খবর এল, বাস উল্টে ৪জনের মৃত্যু, ভাগ্যাহত মানুষদের ছিন্নভিন্ন ছবি! যারা মারা গেল তাদের স্বজনদের কাছে ঈদ কি আর কখনো আনন্দ হয়ে আসবে! তার পরও জীবন স্বাভাবিক। মুহুর্তের বিসন্নতা, তবে আনন্দ উচ্ছলতা কমেনি বয়ে যাওয়া জীবনে।

অতি ব্যস্ত জীবনে আমার কাছে ঈদ ইচ্ছেমত ঘুমানোর স্বাধীনতা আর নিজেকে নিয়ে ভাবার অবকাশ। সন্ধ্যায় ছেলেবেলার বন্ধু ফোন করে নস্টালিজক করে দিল। সেই ছেলেবেলার আবেগে আবারো জানালো আমাকে কত ভালবাসে সেকথা। আজ কোন ব্যারিকেড নেই মনের কথা জানাতে! আমিও অকপটে বললাম-" তোমার সাথে কেটেছে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়"। আমাদের চারপাশে অনেক পংকিলতা, অনেক অসংগতি, স্বপ্ন আর বাস্তবে অনেক ফারাক।

চাওয়া পাওয়ার মাঝে হাজারো দীর্ঘশ্বাস। তার পরও ভালবাসা আছে, বেঁচে আছি ভালবাসা নিয়ে। ভালবাসি ঘামে ভেজা ঐ রিক্সাওয়ালাকে, ভালবাসি ঐ ট্রাফিক পুলিশকে যে খুব মন খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। মনের কোনে ব্যাথা অনুভব করছি তাদের জন্য, যাদের ঈদ কান্নায় ভেসেছে। আর ভালবাসি বন্ধু তোমাদের! যাদের ভালবাসা আমাকে হাজার মাইল দূর থেকেও আচ্ছাদিত করে রেখেছে!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।