আমাদের কথা খুঁজে নিন

   

The Expendables



এইটা আসলে আমার ২য় বাংলা ব্লগ(যদিও আগেরটা পোস্ট করিনি, তাহলে এইটা কিভাবে ২য় হয় বু্ঝলাম না)। আমার আগের ব্লগটা এখনো লেখা শেষ হয়নি কিন্তু মনে হলো এইটা আগেই পোস্ট করি কারন এইটা অল্প লেখায় শেষ করা যাবে। 'দি এক্সপেন্ডেবলস' আসলে ২০১০ রিলিজ পাওয়া নতুন মুভি। কিন্তু কেন আমি এই মুভি নিয়ে লিখছি সেটা অনেকেই মনে করতে পারেন। আমার এই মুভি নিয়ে লেখার কারন হলো এই মুভির আর্টিস্টরা।

আমার লাইফ এ যতো মুভি দেখেছি তা থেকে এটা অন্যরকম "ওয়ান মুভি মেনি স্টার" বলা যেতে পারে এটাকে। যারা ইংলিশ মুভি দেখেন তারাই ভালো বলতে পারে ইংলিশ মুভির জগতে রাজত্বকারী কিছু সুপার স্টার এর নাম। এই মুভিটা টোটালি অ্যাকশনধর্মী, কিছু বিছিন্নবাদী সন্ত্রাসী বিরুদ্ধে একদল সাহসী মানুষের যুদ্ধ। যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের ভালোই লাগবে। র‍্যাম্বো খেতাবধারী সুপারস্টার হিরো সিল্ভাস্টার স্ট্যালনকে কেনা চিনে, তারই direction এই মুভি।

তিনি এই মুভিতে কিছু নামকরা আর্টিস্টদের একসাথে করেছেন যা আগে কখনো হইনি। তাদের তালিকাটা নিচে দিলাম ঃ 1. Sylvester Stallone 2. Jason Statham 3. Jet Li 4. Dolph Lundgren 5. Eric Roberts 6. Randy Couture 7. Steve Austin 8. David Zayas 9. Terry Crews 10. Mickey Rourke Guest Artist : 1. Arnold Schwarzenegger 2. Bruce Willis এই ঈদের ছুটিতে আপনারা এই মুভিটা দেখে নিতে পারেন। Hope you will enjoy it.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।