আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করে নিন ৫ টি চরম AWESOME ব্লগার থিম

ব্লগস্পটের ডিফল্ট থিম গুল খুব একটা ভাল নয় দেখতে । এই থিম গুলান সেট করলে আপনার ব্লগস্পট ব্লগ হয়ে যাবে চরম দেখতে । ছবি দিলাম ,পাঁচটি থিমের ডাউনলোড লিঙ্ক দিলাম (একবারে) । ঝটপট ডাউনলোড করে নেন ।
১.Speed Games
২.Irresistible
৩.contrastgreen
৪.soccergames ৫.travelblue
পাঁচটি থিম একবারে এখান থেকে ডাউনলোড করুন ।


যেভাবে আপলোড করবেন ঃ
প্রথমে আপনার ব্লগস্পট এ লগ ইন করুন । ড্যাশবোর্ড এ যেয়ে Template অপশন এ ক্লিক করুন । তারপর উপরে ডান পাশে Backup/restore এ ক্লিক করুন । এখন পুরবের থিম টার ব্যাকআপ নিএ রাখতে পারেন । তারপরে Choose File এ ক্লিক করে পছন্দের থিমটি আপলোড করে দিন ।

ওয়ার্ডপ্রেস এর মত জিপ ফাইল আপলোড করবেন না । অবশ্যয় আঞ্জিপ করে শুধুমাত্র XML ফাইল টি আপলোড করবেন । ভেতরে সোশাল বাটন , ফিচারড পোস্ট সহ বেশ কয়েকটা গাজেত আছে । সেগুল লেআউট এ গিয়ে Add A gadget এ ক্লিক করে । html/css সিলেক্ট করে কোড গুলো পেস্ট করে দিবেন ।

তাহলে হুবুহু উপরের ছবির মতন হয়ে যাবে আপনার ব্লগ ।
সময় থাকলে আমার সাইট টি একবার দেখে আসবেন  http://www.techcd.tk
ধন্যবাদ সবাইকে ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।