আমাদের কথা খুঁজে নিন

   

"সুখি-দুখি বাতাসে বিলোড়িত সুখ, খুঁজে খুঁজে উদাসী দুপুরেরও বুক"

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

শাদা শাদা কাশফুল কালো কালো মেঘ, দেখে দেখে দিন যায় সুখি ঝড়ো বেগ। নীল নীল আকাশেরা উঁকি দিয়ে যায়, দুখ দুখ বেদনারা দূরেতে পালায়। পৃথিবীর কোষে কোষে সুখি সুখি জল, ঝর্ণারও কোমলতায় হাসে টলমল। দুপুরের ঝিকিমিকি রোদেলা আলো, নয়ন জুড়িয়ে ভাসে লাগে যে ভালো। ছলছল ঝলঝল উদাসী নদী, বুক ভরে সুখি জল বয় নিরবধি। টলটলে আলোতে জোনাকি পাগল, রাত্রি খুঁজে বেড়াই চোখ ভরা জল। দূর হতে হেসে হেসে ভেসে আসে সুর, সেই সুরে সুখ হাসে জলদুখ বহুদূর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।