আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ বিলাস

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

ঈদের ছুটিতে বাড়ি আইছি। তয় ঈদের পরদিনি চইলা যাওয়া লাগব তাই মনডা ইকটু খারাপ। চইছিলাম ২৯টা রোজা হোক তাইলে ঈদের পর একদিন বেশি কাটাইতে পারতাম সবার লগে। কিন্তু নিষ্ঠুর চাঁদ দেখা কমিটি আমার সেই আসার গুড়ে বালি, সিমন্ট, খোয়া ঢাইলা এককেরে ঢালাই কইরা দিল (।

কি আর করা। চাঁদ রাইতে পাড়ার পোলাপাইন সবাইমিলা পিকনিক না কি করব আইসা ডাইকা গেল। আব্বারে কইতেই হাজারো জ্ঞান বর্ষন শুরু হইয়া গেল। তাতে কি চোরে না শুনে ধর্মের কথা আর পুলাপাইনে না শুনে আব্বার কথা। আমিও কইয়া দিলাম জিনা অত সত বুজি না।

চইলা যাব ঈদের পর দিন। পাড়ার পোলাপাইনের সাথে দেখা হইব আবার কবে ঠিক নাই। যাইতাছি আমি। সেষে আব্বাই না পাইরা RAB এর ভয় দেখাইল। কইল RAB নাকি চাঁদ রাতে পিকনিক করা ব্যান কইরা দিছে।

যা পাছায় যখন বাড়ি পড়ব ঠেলা ডা বুজবি। আমি কি আর এইসব বাড়ি বুড়ি ভয় পাই? ইস্টুডেন্ট মানুষ পুলিশের বাড়ি খাইয়া অভ্যস্ত । যাউকগা পিকনিকে গেলাম। নিজেরা রান্না করলাম কালি কুলি মাইখা। ওইদিক গান চলতাছে ফুল ভলিউমে কোন গান চলব তাইনিয়া পোলাপাইনের কাউকাউ কেউ শুনব বাংলা কেউ হিন্দি কেউ ইংলিশ।

যাউকগা ভালই হইল মজা মাস্তি খাইদাই রান্না ও কেমনে কেমনে জানি ভালাই হইছিল নাকি রাইত ২টা পরযন্ত না খাইয়া থাকনের ফল!! যাউকগা বাড়ি আইলাম পনে ৩টার দিকে। ধাক্কাই ধুক্কাই মারে তুললাম। আর শুরু হইল তার ননইস্টপ চিল্লানি এত রাইত কইরা আসলি। কাল সকালে কেমনে উটবি ব্লা ব্লা ব্লা ( আমি ৩২ দন্ত বাহির হাসি দিলাম। মা আমার তাতেই শান্ত।

যাহ শুইয়া পড় শিগ্গির আর জাগবি না। আমি কইলাম আইচ্চা কইয়া শুইলাম তো ঠিক শুইয়া প্রাপ্ত মোবাইল ক্ষুদ্র বার্তা গুলির উত্তর প্রদানে ব্যাস্ত হইয়া পরলাম / (আসলে কথা না শোনার এক বিরাট বদঅভ্যাস আমার আছে :``>>) এর পর যখন ঘুম মাত্র আইছি আবার চিল্লানি মার। ( ওই ওঠ নামাজ যাবি না? ছোট ভাই আইসা কয় ভাইয়া আব্বু রেডি ওঠো গোসোলে যাও। আমি কইলাম ধুরু াল (মনে মনে)। কোন রকমে ঘুমাইতে ঘুমাইতে যাইয়া বাথরুমে ঢুকলাম।

এরপর রেডি টেডি হইয়া ঈদগা। আব্বাই সারা পথ গজর গজর করল এত লেট করলি যাইগা পাওয়া যাইব না… আব্বার কথা ভুল প্রমানিত কইরা মাঝের দিকেই যাইগা পাইলাম। বুঝাগেল সবাই আমার মতন লেট পাটি ) নামাজ শেষে কুলাকুলি। ওরেববাপ কত লোকেরে যে চিনি কুলাকুলি কইরা কুল পাইতাছি না ঈদগা থেইকাই কয় বন্ধুরে ধইরা বাসাই আইলাম। মা খিচুরি সেমাই দিল।

মার হাতের গরুর মাংস মিস করতাছি ( এইতো এই বেলা এমনেই গেল। এখন কারেনট নাই বাইরে বৃষ্টি তাই বইয়া বইয়া ব্লগ লিখতেছি। সবাইরে ঈদের সুবেচ্ছা – ঈদ মুবারক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।