আমাদের কথা খুঁজে নিন

   

দূর পরবাসে একটি সুন্দর ঈদ।



আমাদের ঈদ আর ঘন্টা দুয়েক পর শেষ হয়ে যাচ্ছে, সকালটা শুরু হয়েছে অসম্ভব মন খারাপ দিয়ে, আমরা যখন মন খারাপ করে সকালের নাস্তার টেবিলে বসি, তখন কলিং বেল এর রিং শুনে দরজা খুলে দেখি পিয়ন দাড়িয়ে আমাদের গিফটের প্যাকেট হাতে নিয়ে, দেশ থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য। কি যে ভালো লাগলো নতুন কাপড়গুলান দেখে- সেই সাদা পান্জাবি গলায় ঝুলানো আড়ংয়ের সেই বিখ্যাত ট্যাগ, সাথে বউয়ের জন্য শাড়ি....। তারপর শুরু হলো দেশে ফোন করার পালা, মনে হলো দেশে যেতে না পাড়ার কষ্টটা অনেকটাই কমে গেছে। সেই খুশিতে সারাটাদিন কিভাবে কেটে গেলো টেরই পাইনি,টের পেলাম যখন দেখলাম রাতের খাবারে আমন্ত্রিত অতিথিরা একেক করে ঘরে ঢুকছে, বুঝলাম সন্ধ্যা হয়েছে। ভিন্ন ধর্মের হলেও আমাদের এই আনন্দের দিনে আমাদেরকে শুভেচ্ছা জানাতে ওদের এই আগমন, তাদের ১জন আবার নেট থেকে ঈড মোব্রক শব্দটা শিখে আমাদেরকে উইশ করলো, প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছি ও ঈদ মোবারক বলতে চেয়েছে। আমরাও আমাদের সাধ্যমত ঐতিহ্য অনুযায়ী সেমাই, পায়েস, খিচুড়ি, রেজালা ইত্যাদির ব্যবস্থা করলাম, যতটুকু বুঝলাম পছন্দ করেছে আমাদের খাবার, কেবল ১টু হাট হাট (ঝাল) বলা ছাড়া।যাওয়ার সময় আবার পছন্দ করে নিয়েও গেছে।সব মিলিয়ে বেশ ভালোভাবে কেটে গেলো ঈদের পবিত্র দিনটি। সবাইকে ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।