ওয়াসিকুজ্জামান অনি
ঈদ টা আসুক হেসে গেয়ে তোমার বাড়ি আমার বাড়ি
আনন্দেতে মনটা মাতুক, উঠুক নেচে পরান ভরে
ঈদ টা আসুক অট্টালিকায় নানান রকম ভুরিভোজে
আসুক যেন তার নিয়মে বস্তি ভরা ছাপ্রা ঘরে
মিশে থাকুক আনন্দ আজ নতুনে বা পুরাতনে
ফুটপাতেরি শিশু গুলো থাকে যেনো আয়োজনে
ফোকলা দাতে ফুটুক হাসি, আসুক নেচে মায়ের কোলে
ঈদের খুশী ঝিলিক মারুক দাদু নানুর পাকনা চুলে
বাদ পরেনা কেউ যেনো আজ ঈদের খুশির হট্টগোলে
আসো সবাই হাসি আনি জল যাদের চোখের কোলে
আনন্দটা যেমন করে ভাগ করে নেই সবার মাঝে
দুঃক্ষ চলো ভাগ করে নেই আজকে সবাই ঈদের সাজে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।