আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প স্পট নারায়ণগঞ্জ : সংবাদ শিরোনামের মাঝখানে বসে



ঈদের ছুটিতে বাসায় থাকার বিষয়টাতে মনে হয় কিছুটা এল কোহল আছে। একরকম মাদকতা আছে। নেশা আছে। মজা আছে। ঘোর ঘোর আছে।

কিন্তু দীর্ঘ একমাস রোজা রাখার পর আজকের সন্ধ্যায় দেশ যেভাবে ঝাকা দিয়ে উঠল। সব শেষ। মহল্লায় উচ্চস্বরে বাজনো গান এখন বন্ধ। রাস্তাঘাট খালি। সনু নিগম, হিমেশ, শংকর মহাদেবনরাও এই চান রাতে তাদের গান বন্ধ করে সিডির ভেতরে লুকাইয়া গেছে।

কারণ নারায়ণগঞ্জই দেখলাম সবচেয়ে ধাক্কা খাইছে। এনটিভির ব্রেকিং নিউজ...দুটি বহুতল ভবণে ফাটল। ফোন দিলাম, এনটিভির নাফিজ ভাইরে। জানলাম, ঠিক ফাটল না। তবে তার চেয়েও ভয়াবহ, একসাথে দুটি বিল্ডিং এর মাঝখানে তিন ইঞ্চি ফাকা হয়ে গেছে।

যার একটি বিল্ডিং সাত তলা অন্যটি তেরো তলা। আমাদের ছয়তলা বিল্ডিং এর সবাই এখনো সবাই ঘরে ফেরে নাই। পাশের বাসার হুজুর টাইপের ভদ্রলোক মসজিদে ঘুমাইতে গেছে। উপরের তলার এক দম্পতি তাদের পিচ্ছি ছেলেকে ঘুমাতে দিচ্ছেনা, বাবা ঘুমাইওনা। আবার নিচে নামা লাগতে পারে।

আমার বাসায়ও সবাই প্রায় জেগে। আমাদের বিল্ডিং এর কোনও এক ফ্ল্যাটের কারো কাছে খবর আছে, আবার নাকি হতে পারে। সেই জন্য সবাই নিচে। এই টেনশন আর সংবাদ শিরোনামের মাঝেই বসে আছি। কিছুক্ষণ আগেও ধুমধুম করা মহল্লা আর পোলাপনের চিৎকার চেচামেচি থেমে গেছে।

মনে হচ্ছেনা কাল ঈদ। ছবি : চাষাড়া। বাম সাইডে দেখা যাওয়া বিল্ডিং এর ঠিক বিপরীতে রাস্তার অন্যপাশে দুটি বিল্ডিং-এ-ই তিন ইঞ্চি ফাকা হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।