আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতি-০২ ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

বিচ্ছিন্নতার ছলাকলায়, এক আকাশ তারা হারিয়ে গ্যাছে গগনের স্বপ্নীলে ; তরতাজা, মিহি চোখে দেখ বসে আছে রাতজাগা পাখির ভীড় ! নীড়ের মতো চোখে এখন ধূলোর বসত বাড়ি, আড়া আড়ি বসে আছে নীল দর্পন, তোমার পাহারায় ! তুমি বেদনার আতিশয্যে নীল হতে হতে বেগুনী আকাশে মেল, গাঙচিলের ডানা ; রক্তের খরস্রোতে ভেঁসে যায় হতাশার কালক্ষেপন, বহুদূরে বসে থাকে নিরালা পথিক উদ্ভাস্তু মেঘে হারায়, কদম-পলাশ গীত আর গল্পে ভাণনসে চাওয়ার পরিধি, শেষ পর্যন্ত বুঝি, ছিনতাই হয় জীবনের মূল বুনিয়াদ ! মানুষকামী মানুষ একা হতে থাকে, পড়ে থাকে বিবর্ণ পাওয়ার হিসেব_ তুমিও হারাতে থাকো, কালের সীমায় ! লিখন জানুয়ারী-৩১.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।