আমি জানতে চাই
মানুষের নিড়ানীর মত হাত আর গরুদের
জিহ্বাকে উপেক্ষা করে
কাঁটা-নটে চিড়ে ফেলে গ্রীষ্মের
চপল বাতাস,
অথবা সে রক্ত-নীল মর্মের
চাপে ফুটে ওঠে।
তাদের সবাই যেন পুনরুত্থানের এক
বিস্ফোরণ; প্রতিশোধকামী
মুঠো ভরা আগ্রাসী শাণিত আয়ূধ আর-
কালিমপংয়ের সবুজ পাহাড়ের কাট-খোট্টা
গাঢ় হিমেল তূষার।
মৃত এক ভাইকিং-এর
স্পর্ধা নিয়ে জেগে ওঠে মাটি ভেদ করে;
যেন ওরা আলুথালু চুল আর আঞ্চলিক
বুলির প্রতিভূ।
প্রত্যেকই লাল রং পালকে শোভিত....
......অতঃপর ধীরে ধীরে মানুষের মত
তারা বির্বণ হয়,
জাতি-বিবাদের
কাস্তে উপড়ে ফেলে তাদের জীবন।
তাদের সন্ততিরা অস্ত্র সহ
আর্বিভূত হয়;
আবার যুদ্ধ চলে
নিজেদের অস্তিত্ব রক্ষার।
কালিমপং, দার্জিলিং
১২/০২/২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।