পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
যে সব বাংগালী বছরের পর বছর বিদেশে পরে থাকে তাদের দেখেই কটু বাক্য করা ঠিক না। কারণ সবাই এক না। বছরের পর বছর মাতৃভূমী ত্যাগ করে বিদেশে থাকা লোকদের দু'ভাগে ভাগ করা যায়।
১) যাদের অর্থের পরিমাণ এত বেশি যে, তাদের ভিতরে অহংকার এসে গেছে।
বাংলাদেশের কাঁদা মাটি তাদের দুরগন্ধ লাগে, বাজারের মানুষদের বস্তির মত মনে হয়, কাউকে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখলে তার মন বলে যে সে আমার কাছে টাকা চাচ্ছে।
২) অন্যদিকে অধিকাংশ বিদেশে বসবাস কারিদের অবস্থা এতটাই করুণ যে, তাদের কথা শুনলে আপনার ঈদই মাটি হয়ে যাবে। এক সিংগেল বেড ১২ ঘন্টার চুক্তিতে সারা মাস ভাড়া নিয়ে কোন রকমে রাত্রি যাপন, বছরের পর বছর পাবলিক টয়লেট কিংবা মসজিদের বাথরুম ব্যাবহার, দুই কাপরে ২ বছর কাটিয়ে দেয়া, অসুখ বিশুখে কোন রেষ্ট নেই, ৮ ঘন্টার যায়গায় ১০ ঘন্টা, ১০ ঘন্টা থেকে ১২ ঘন্টা, ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা ডিউটি করেও যথা যময়ে নুন্যতম বেতন না পাওয়া, মাস তিন-চার হয়ে গেলেও দেশে টাকা পাঠাতে না পেরে গোপনে চোখের জ্বল ফেলা, দুই-আরাই বছর হয়ে গেলেও বন্ধকের জমি গরু ফিরিয়ে না নিতে পারায় পরিবারের লোকদের কটুকথা শুনা, এসবের মাঝে অতিরিক্ত দুখ এসে ভীড় জমায়, ঈদের মাঝে ছোট ছোট ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা তাদের কোন কিছু দিতে না পারা। কবে যে আবার দেশে ফিরবে সে দিকে দৃষ্টিপাত কর্লে চোখের সামনে সাহারা মরুভুমি দেখা।
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বিদেশে খেটে খাওয়া অধিকাংশ NRB'র অবস্থাই ২নং এর মত।
কাজেই বিদেশে বছরের পর বছর অবস্থানকারীদের কখনো কটুক্তি করা ঠিক না।
কাজেই আমি উপরোক্ত ১নং NRB দের প্রতি সবিনয় অনুরুধ কর্ছি, প্লিজ, যদি আপনার সামর্থ থাকে দেশে এসে ঈদ করার, তাহলে দয়া করে দেশে এসে ঈদ করুন, ইদের আনন্দ আপনার পরিবার থেকে শুরু করে আমনার সমাজ, গ্রামবাসী সবার মাঝে ভাগ করে দিয়ে নিজেও তাদের সাথে আনন্দে মেতে উঠুন। এবং আপনার সামর্থ অনুযায়ি ৫জন/১০জন/১৫জন/২০জন গড়িব শিশুর আনন্দের দায়িত্ত নিন। হতে পারে ঐ শিশুর পিতাও আপনার মত NRB, কিন্তু সে ভাগ্যের নির্মম পরিহাসে পরে দুষ্ট দালালদের যাতাকলে পিষ্ট হয়ে শুখদুখ ভুলে গিয়ে জিবনের শেষ নিঃশ্বাষটুকু শুধুমাত্র নিজের মায়ের দেশে ছাড়ার স্বপ্ন দেখে দিন গুনছে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মমোবারক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।