আমি অতি সামান্য.... আমাকে HELPকরুন
আমাদের দেশেও বর্তমানে গড়ে উঠেছে অনেক ইন্টারনেটভিত্তিক অনলাইন বাজার। এসব অনলাইন বাজারে যেমন নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস পাওয়া যায়। তেমনি নানা উৎসবের বিভিন্ন পণ্যও থাকে এসব ওয়েবসাইটে। দেশের অন্যতম অনলাইন বাজার চ্যানেল আইশপে View this link পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় প্রায় সবকিছুই। রমজান মাস উপলক্ষে ইফতারি পণ্য আছে এ সাইটে।
একই অবস্থা আরেক জনপ্রিয় দেশীয় অনলাইন বাজার এটিএন ই শপে View this link । এ অনলাইন বাজারেও রয়েছে বিভিন্ন পণ্য। ঈদকে সামনে রেখে পণ্যে আছে বিশেষ ছাড়। ঈদ উপলক্ষে ইলেকট্রনিকস পণ্য পাওয়া যাবে একুশে ডট কম ডট বিডি View this link ওয়েবসাইটে। আরেক দেশীয় পণ্যের অনলাইন বাজার হচ্ছে বাংলাদেশ ইনফো ডট কম View this link ।
এ সাইটে নানা কিছুর সঙ্গে আছে বই, ডিভিডিসহ বিনোদনের বিভিন্ন পণ্য।
ঈদকে সামনে বিভিন্ন সুবিধা এবং ছাড় নিয়ে অনলাইন বাজার হাটবাজার ডট কমে View this link রয়েছে আরও নানা পণ্য। এ বাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভাগ অনুযায়ী রয়েছে বিশাল সংগ্রহ। বিভিন্ন পণ্যের পাশাপাশি এ বাজারে বিভিন্ন দিবস অনুযায়ীও আলাদাভাবে তৈরি পণ্যসামগ্রী রয়েছে। অনলাইনের আরেকটি বড় বাজার ওয়েব বাংলাদেশ ডট কমে View this link রয়েছে কেনাকাটার বিশাল সম্ভার।
এ বাজারে শিশুদের পণ্য, ঈদের ফ্যাশনসহ ক্যাটাগরি অনুযায়ী নানা পণ্যসুবিধা রয়েছে, যেখানে খুব সহজে আপনার পছন্দের কেনাকাটা সেরে নিতে পারবেন। বাংলাদেশি অনলাইন মার্কেটপ্লেইস স্লোগানে চালু হওয়া আরেকটি অনলাইন বাজার হচ্ছে ক্লিক বিডি ডট কম View this link । এখানেও এককথায় প্রয়োজনীয় সব ধরনের পণ্য পছন্দ অনুযায়ী কেনা যাবে খুব সহজেই। বিভিন্ন উপলক্ষে সব ধরনের ডিজিটাল পণ্যসুবিধা নিয়ে যাত্রা শুরু হয়েছে ডিজিটাল মার্কেট বিডি ডট কম View this link নামের অনলাইন বাজার। এ অনলাইন বাজারে প্রয়োজনীয় প্রায় সব ধরনের ডিজিটাল পণ্য কেনা যাবে।
যার মধ্যে রয়েছে ইলেকট্রনিকস পণ্য, কম্পিউটার সামগ্রী, সফটওয়্যার ইত্যাদি। প্রিয়জনের জন্য ফুল কিংবা কারও জন্মদিনের কেক, ফল—সবকিছুই পাওয়া যাবে অনলাইন বাজার বাংলাবাজার ডট কমে View this link । এ বাজারে খাবারসামগ্রী, বিনোদনসামগ্রীসহ রয়েছে আরও নানা আয়োজন। শিশু, পুরুষ ও মহিলাদের আলাদা ক্যাটাগরিতে রয়েছে প্রয়োজনীয় পণ্যসামগ্রী। শুধু তা-ই নয়, ইচ্ছে করলে দেশের বাইরে যাওয়ার আগে বিমানের টিকিটও কিনতে পারবেন এ বাজার থেকে।
কেনা, বেচা আর বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যসুবিধা নিয়ে ক্যাটাগরি অনুযায়ী অনলাইন বাজার বাংলাদেশ মার্কেট প্লেস ডট কমে View this link রয়েছে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচার সুযোগ। এ বাজারে সব ধরনের পণ্যের পাশাপাশি সর্বশেষ বিক্রীত পণ্য এবং সর্বশেষ কেনা পণ্যটির খোঁজও পাবেন খুব সহজে। আরও আছে কেনাকাটা ডট কম নামের ওয়েবসাইট View this link এতেও আছেবিভিন্ন পণ্য কেনার সুযোগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।