উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে খেলতে বাধ্য হয়েছে চেলসি। সেই হতাশা ভুলে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জিততে মরিয়া লন্ডনের ক্লাবটি।
চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ান মাতার চোখে লক্ষ্য পূরণের স্বপ্ন। তিনি বলেন, “হয়তো আমরা একটি নতুন ইউরোপীয় শিরোপা জিতবো এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবো। ”
“চেলসিতে এটা আমার দ্বিতীয় মৌসুম।
এবং দ্বিতীয় বারের মতো আমরা ইউরোপ সেরার শিরোপার জন্য খেলবো। টানা দুই বছর ইউরোপের দুটি ট্রফি জিততে পারলে দারুণ হবে। ”
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জিতলেই তৃতীয় হওয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে চেলসি।
পর্তুগিজ-কিংবদন্তি ইউসেবিওর দুর্দান্ত নৈপুণ্যে গত শতাব্দীর ষাটের দশকে টানা দুবার (১৯৬০-৬১ ও ৬১-৬২ মৌসুম) ইউরোপীয় ক্লাব কাপের (বর্তমানের চ্যাম্পিয়ন্স লিগ) শিরোপা জিতেছিল বেনফিকা। তবে সেই গৌরব আজ সুদুর অতীত।
বেনফিকার কোচ জর্জ জেসাস ইউরোপা লিগ জিতে ক্লাবের হৃত সম্মান ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, “এমন ফাইনাল আমার ক্যারিয়ারে কিংবা আমার খেলোয়াড়দের জীবনে খুব বেশি হবে না। ইউরোপা লিগ জয় আমাদের আন্তর্জাতিক খ্যাতি এনে দেবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।