আমাদের কথা খুঁজে নিন

   

সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কৈ??? আওয়ামী চোরদের নতুন করে ৩ হাজার ৫০০ কোটি মেরে পূর্বের নিজেদেরই হলমার্ক রেকর্ড ভঙ্গের আর একটি সফলাতার গল্প


আজকের দৈনিক প্রথমআলো পড়ে বিশ্ববিদ্যালয় জীবনে পড়া Leo Tolstoy এর বিখ্যাত ছোট গল্প How much land does a man need??? এর কথা মনে পড়ে গেল। গত ২০ বছরের নির্বাচনী ইতিহাস বলে আগামী ৫ বছর হয়ত আওয়ামীলীগকে ক্ষমতার বাহিরে থাকতে হবে; তাই মানীয় প্রধানমন্ত্রীকে বিনীত ভাবে জিজ্ঞাসা করতে চাই, আপনার ২ সন্তান ও বোনের পরিবারের আগামী ৫ বছর চলার জন্য আর কত টাকা দরকার ??? শেয়ার বাজারের সরকারি তদন্ত মতে ২৪ হাজার কোটি, হলমার্কের ৩ হাজার ৫০০ কোটি, আজকে জানলাম রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই; যিনি নিজের পরিচয় দেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন; যিনি প্রধানমন্ত্রী ছাড়া অন্য কাউকে পরোয়া করেন না; যিনি প্রায় নিজের একক সিদ্ধান্তে ১১ মাসে মাত্র ৩ হাজার কোটি টাকা (৩০,০০০,০০০,০০০) ঋণ দিয়েছেন। এখানে বলে রাখি যে ব্যাংকটি জন্মের পড় থেকে সর্বসাকুল্যে ঋণ দিয়েছে ৯ হাজার কোটি টাকা। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই এমন ব্যক্তি বা ব্যবসায়ীদেরকে শত-শত কোটি টাকা ঋণ দিয়েছেন যাদের নিজেদের লাখ টাকার সম্পদও নাই; বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্ট বলছে উপরোক্ত ব্যক্তি বা ব্যবসায়ীদের কাছ থেকে সেই টাকা ফেরত পাবার কোন সম্ভাবনা নাই।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।