আমাদের কথা খুঁজে নিন

   

jatiswar-amar khuby priyo 1ta gaan



অমরত্বের প্রত্যাশা নেই , নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মুহূর্ত যায় জন্মের মতন অন্ধ জাতিশ্বর কত জনমের ভুলে যাওয়া সৃতি বিসৃত অক্ষর ছেড়া তালপাতা পুথির পাতায় নিশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকেউটের ফনায় নাচছে লখিন্দরের সৃতি বেহুলা কখনো বিধবা হয়না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা অবেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্বি দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারি কোলে মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো ডাঙ্গর কখনো কোপাই কপোতাক্ষর গাঙ্গে ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখিনা তাই, মুখে মুখে ফেরা মানুষের গান এ শুধু তোমাকেই চাই তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তার নিসঙ্গতা বিলীন অস্তরাগে তারই করুনায় ভিকারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙ্গাল হলাম আরেক কাঙ্গালীর সাথে দেখা নতজানু হয়ে ছিলাম তখন এখন যেমন আছি মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোটে ঠোট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্য তাই বিদ্রোহ আর চুমুর দিব্বি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিত্কার দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছি ততবার আমি পিতা কত সন্তান জালালো প্রেয়সী তোমার আমার চিতা বারবার আশি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসব আবার গাইব শুধু তোমাকেই চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।