আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মহিউদ্দিনের ব্যানঃ নাস্তিকদের কাছে একটি প্রশ্ন (আস্তিকরা ত্যানা না প্যাচাইলে খুশি হবো)

সবুজ লালের চেতনায়..

আসিফ মহিউদ্দীন ব্যান হয়েছেন। আস্তিকদের জন্য উল্লাসকর একটা সংবাদ বইকি! নাস্তিকদের জন্য? নাহ! দেখলাম নাতো এমন কোন চিল্লাফাল্লা। বলতে পারেন চিল্লাফাল্লা ক্যানৈ বা করবো? ব্লগে যতদূর দেখেছি, একমাত্র আসিফ ভাইকেই যুক্তি ও তথ্য দিয়ে তাঁর নিজস্ব অবস্থান ও নাস্তিকতার ভিত দৃঢ় করতেন। কেউ তাকে ব্যাক্তিগত আক্রমণ করলেও তাকে কখনো দেখিনি কাওকে আক্রমণ করতে। নিজের অবস্থানে অটল ও অবিচল ছিলেন।

যুক্তি ছাড়া তাকে কখনো কথা বলতে দেখিনি। এটা আস্তিকদের জন্য হুমকি স্বরুপ বইকি! কারণ, কথা বললেই যখন আস্তিকরা মাথা কেটে ফেলতে চায়, সেখানে একজন তার প্রতিউত্তর দিয়ে যাচ্ছেন শান্ত ভাবে। জিনিসটা সহ্য করার মতো নয়, তাইনা? (উদাহরণ দেখতে চাইলে আমার রোজা নিয়ে পোস্ট টা দেখতে পারেন) কথা হলো, তাকে ব্যান করা হলো কেনো? যতদূর জানতে পারলাম ৮ মাস আগের একটি পোস্ট নাকি মডুর গাত্রদাহের সৃষ্টি করেছে! সেই পোস্ট মুছেই তাকে ব্যান করা হয়। এখন কথা হলো, তাহলে এই ৮ মাস কি ঐ পোস্ট টা সুবাতাস বিলি করতে ছিলো? এখন এসে জাহান্নামের বাতাস বিলি করছে? একটা পোস্ট সাথে সাথে মডুর নজরে আসতে নাই পারে, কিন্তু ১ মাসের ভেতর ও আসেনি? ৬ মাস? না। ৮ মাস পর তার নজরে আসলো? বলা হয়েছে, পোস্ট টিতে নাকি পর্ণ গ্রাফি সংবলিত বিষয় ছিলো।

পোস্ট টি আমি পড়েছিলাম। সেখানে যৌবন যাত্রা নামক একটা সাইটের পক্ষে বিপক্ষে তুলনামূলক এবং গঠনমূলক আলোচনা ছিলো। ওটা কোন চটি কিংবা প্রভার ভিডিও শেয়ারের মতো কোন পোস্ট ছিলো না। ব্লগে কয়েকশ নিককে দেখেছি প্রভার ভিডিওর লিংক শেয়ার করতে। তাদের শুধু কমেন্ট আর পোস্ট মুছতে দেখেছি, ব্যান হতে দেখিনি।

তাহলে কোন রোষে পড়ে আসিফ ভাই ব্যান হলো? তার কোন কমেন্ট মুছে যেতে দেখিনি। তার ঘোরতম শত্রুও তাকে এরকম কোন অপবাদ দিতে পারবে না, যে তিনি গালাগালি বা পর্ণ গ্রাফি কে উৎসাহ দিয়ে থাকেন। পোস্ট টি মুছে দেওয়া যেতো এতই যদি খারাপ হতো! তাকে জেনারেল বা ওয়াচে রাখা যেতো, কিন্তু সব পোস্ট মুছে দিয়ে ব্যান করাটা (৮ মাস আগের এক পোস্ট নিয়ে) কোন মডারেশনের আওতায় পড়ে? প্রশ্ন রইলো। কার তাহলে গাত্রদাহ হলো? ধরণা করা যেতেই পারে কোন বিশেষ ব্যাক্তির সাথে তার পূর্বশত্রুতার জের ধরে সেই বিশেষ ব্যাক্তিটি তার ক্ষমতা দেখিয়েছেন! এগুলোও আসলে কথা না। আসল কথা হলো, দেখলাম না কোন কমরেড কে তার ব্যানের প্রতিবাদে এগিয়ে আসতে।

যারা ব্লগে নাস্তিকতার চর্চা করেন, বড় বড় রথী-মহারথী অনেকেই আছেন। তাদেরকে দেখেছি আসিফ ভাইয়ের পিঠ চাপড়ে দিতে। "সাবাস! বেটা! তোমাকে দিয়েই হবে!" আমরা আছি তোমার সাথে! ইউ আর অন রাইট ট্র্যাক! আর আজ? যখন কমরেড নিহত, কাওকে দেখলাম না টুপিটা খুলে একটা স্যালুটও করতে! হায় আগামেনন! হায় একিলিস! কমরেড, তোমাকে স্যালুট! তোমার ঐ রক্তাত্ব দেহ আমাদের পথের খসে যাওয়া পাথরের স্থান দখল করে আমাদেরই চলাকে করেছে সুগম। ভুলবোনা সেই আত্মত্যাগ ও তার মহিমা। আর যারা ভীরু কাপুরুষের মতো লুকিয়ে ছিলো ঢালের আড়ালে, ক্ষমা করো তাদের।

তারা কাপুরুষ ছিলো চিরকালই, তেমনই থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.