আমাদের কথা খুঁজে নিন

   

কাক ভেজা হয়ে তোমার মাঝে খুজেছি উষ্নতা



চলেছি অনেকটা পথ দিকভ্রান্তের মত, রোদে শুকানো কাপড়ের মত অজান্তে বৃষ্টির কবলে পড়েছি কতবার।কাক ভেজা হয়ে তোমার মাঝে খুজেছি উষ্নতা,পাওয়া হলনা। বারবার কেন শকুনের নজরে পড়ে যাই, তীক্ষ্ন থাবায় হারাই আর একটা আশা। বয়সটা পুড়ে যাচ্ছে,ছাই নিয়ে যাব কোনবনে, শেষক্ষনে চিরসঙ্গী নিজের ছায়াটাকেই দেখি আপনমনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।