আমাদের কথা খুঁজে নিন

   

আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসংগীত শিরোনামহীনের নতুন এলব্যামে...

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
দু'এক দিন হলো দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের নতুন এলব্যাম বাজারে এসেছে। তাদের নতুন এলব্যামের নাম "রবীন্দ্রনাথ"। এটি তাদের চতুর্থ এলব্যাম। গত এলব্যামগুলো থেকে অনেক ভালো গান পেয়েছি । স্বাভাবিক ভাবেই এই এলব্যামের প্রতি আগ্রহ একটু বেশীই ছিল।

এই এলব্যামের ভিন্নতা হলো তারা এবার রবীন্দ্র সংগীত দিয়ে এলব্যাম'টি সাজিয়েছে। এলব্যামের গান গুলো ইতিমধ্যে শুনেছি তবে যতটা আশা করেছি ততটা ভালো হয়নি শিরোনামহীন ব্যান্ডের অনেক ভক্ত'রা হয়তো আশাহত হবে এলব্যামের গানগুলো শুনার পর। মোট নয়'টি গান দিয়ে এলব্যাম'টি করা হয়েছে। প্রথম গান'টি "গ্রামছাড়া ঐ রাঙ্গা মাটির পথে" মোটামোটি লেগেছে। তবে নয়'টি গানের মাঝে "শাওনগগনে ঘোর ঘনঘটা" গান'টা বেশ ভালো করেছে তারা।

ভিন্নতা পাওয়া যায় গান'টির মাঝে। যারা এখনো গান'টি শুনেন'নি চাইলে নিচের লিঙ্কে থেকে শুনতে এবং ডাউনলোড করতে পারবেন। # শাওনগগনে ঘোর ঘনঘটা - শিরোনামহীন লিরিক : শাওনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে। উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ। কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।

গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস। সবাই চেষ্টা করবেন এলব্যাম'টির সিডি বাজার থেকে কিনে গানগুলো শুনতে। এতে আমাদের অডিও শিল্প লাভবান হবে। আর ফ্রি ডাউনলোড করতে "Download Zone" ফেসবুক ফ্যান পেজে দেখতে পারেন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।