গতকাল গুগলের পাগলা ডট বেসড লোগোর কথা শেয়ার করেছিলাম । চমৎকার একটা লোগো ছিল ওটা । আজ আবার যেয়ে দেখলাম নতুন টাইপের মজার লোগো ।
সাইটে ঢুকল বিবর্ণ একটা লোগো দেখা যায় । তারপর সার্চ বক্সে টাইপ করার সাথে সাথে লোগোও রঙ্গিন হতে থাকে ।
আমাদের জন্য এটা নিছক মজার জিনিস হলেও সংবাদ মাধ্যম একে দেখছে অন্য দৃষ্টিতে ।
টেক ব্লগগুলোর মতে এটি গুগলের নতুন সার্ভিসের ইঙ্গিত মাত্র । এই সার্ভিসটি হলো রিয়াল টাইম সার্চ । এটি শুধু সার্চে ফেসবুক বা টুইটার রেজাল্ট ইন্টিগ্রেশন নয় । এটি হল সার্চ রেজাল্টস এস ইউ টাইপ (Search results As You Type) ।
অর্থাৎ টাইপ করার সাথে সাথেই রেজাল্ট পরিবর্তন হতে থাকবে । ঠিক যেমনটি এর আজকের লোগো । আজ বুধবার San Francisco Museum of Modern Art এ গুগলের সংবাদ সম্মেলনে আসতে পারে এই সার্ভিসের ঘোষনা ।
লোগোটি দেখতে পাবেন গুগলের ইউকে পেজে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।