জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
ঈদ মানেই খুশী, ঈদ মানে আনন্দ। খুশী আর আনন্দ করতে গিয়ে যেন কোন রকম অনৈতিক ঘটনার জন্ম না দেয় সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারন ঈদের সময় আমাদের ছেলে-মেয়েরা বেপরোয়া হয়ে যায়, যেমন খুশী তেমন করে সাজতে চাই, অনেকেই পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, তাই খুশীর এই সময়ে নিজের সন্তান, ভাই-বোনদের চালচলনের দিকে খেয়াল রাখুন।
আর একটা কথা পত্রিকার পাতা খুললেই বিভিন্ন খুন-খারাবির সংবাদ দেখতে পাই।
এই যেমন দেবরের হাতে ভাবী খুন, ভাসুরের সাথে ছোট ভাইয়ের বউয়ের অনৈতিক সম্পর্ক, সন্তানসহ দেবরের সাথে ভাবীর পলায়ন। এই সব খবর আমাদের সমাজে সবসময় ঘটছে। দিন দিন সমাজ কুলষিত হয়ে পড়ছে। ডিজিটাল যুগে খুব সহজেই একজনের সাথে আরেক জনের অবৈধ সম্পর্ক গড়ে উঠছে। তাই আমাদেরকে কন্যা-ভাবী-বোনদের প্রতি আরো বেশী করে সতর্ক থাকতে হবে।
কেউ যেন কোন রকম খারাপ কাজের দিকে পা না বাড়ায়। দেবর-ভাবীর সম্পর্কের ব্যপারে রাসুল (সাঃ) এর একটি গুরত্বপূর্ণ হাদিস পেশ করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে ঈদের শূভেচ্ছা ও সালাম রইল।
হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, "দেবর-ভাসুর মৃত্যু সমতূল্য ভয়ানক বিষয়।
" অথ্যাৎ মৃত্যু যেমন জীবনে জন্য ভয়ানক, অনূরূপ ভাবে চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাইবোন ও দেবর ভাবী ও শালিকা-দুলাভাইয়ের সাক্ষাত ঈমান আমলের জন্য তদ্রুপ ভয়ানক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।