ভালো লাগে লিখতে তাই লিখি..............
অদ্ভুদ চাওয়া-পাওয়ার আবদার আর ছোট ছোট সহশ্র মান অভিমানে প্রাপ্ত যোগফল আমার ভালবাসা,,,,
কখনও কখনও কষ্টে ভীষন নীল হয়ে উঠা, মনে হয় তখন আকাশের রংধনুটাও বুঝি চোখের জলে ভেসে যাবে,
আমার কান্না স্পর্শ করে বুঝি সব রং মুছে যাবে......
তবু এর মাঝেও ঠিক কি ভাবে কি ভাবে যেন প্রিয় কিছু মূর্হুত্বের স্মৃতিগুলোর আলোড়িত হওয়া , না অস্বাভাবিক নয়...অসাধারণ এই জীবন যাত্রা।
অবিশ্বাস্য সুন্দর প্রাপ্তি আনন্দে ভেসে যাওয়া অনুভূতির নাম আমার ভালবাসা.....
কখনও কখনও হঠ্যাৎ অচেনা বিস্বাদ- আশাহত হৃদয়ে নির্বাক
মন ভাবে একটাই কথা- এমনটাই কি কথা ছিল, স্বপ্ন হয়ে যায় কিছুটা এলোমেলো ।
আর তখনই ঝিকিমিকি আলো আমায় ডেকে নেয় হাত বাড়িয়ে, আমার সাময়িক স্মৃতিগুলোন নষ্ট হয়ে যায়, বিস্বাদের সকল সুর আমি ভুলে যাই ।
কি-কেন- কিভাবে------মনে আসে না কোন প্রশ্নই, আমি ভেসে যাই কিছু না জানার অপরিমেয় সুখের আলিঙ্গনে ।
ভাবনার রাজ্যে বুদ হয়ে বাধভাঙা জ্যোসনার উপর খবরদারী করা আমার ভালবাসা...।
কিছু কিছু সময় অব্যক্ত কথাগুলো ডালপালা মেলে ছড়িয়ে পরে মনের প্রতিটি কোণায়, উড়োঊড়ি করে কথাদের চিঠি আকাশের একোণ থেকে ও কোণায়, আমি চোখ বুঝে দেখি সবই.......আর শুধু গুঞ্জন শুনি, কি বলে, ..কি অত কথা...---- আমি তা বুঝি না ।
আমার অনুভূতিগুলোন শুধু এটুকুই বুঝে নেয় যে-
ঐ সাগরে বিপুল জলরাশির বুকে ঢেউদের খেলা, বৃষ্টির ঝিরিঝিরি বিন্দুগুলোর আমার সাথে নিত্য কথা বলা--কিংবা বসন্ত উৎসবে প্রকৃতির সাজ সব কিছুই আরও প্রিতি মুগ্ধ করে দিয়েছো আমার জন্যে তুমি ।
আর তাই প্রকৃতির সকল সৌন্দর্য্য তুমি ছাড়া যেন অর্থহীন
মিথ্যে আমার সকল অনুভূতি, পৃথিবী দুঃ স্বপ্নে ভরা কাল রাত্রী - আর ঠিক এমনটাই আমার ভালবাসা ..........ভালবাসি .........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।