নিজের বিষয়ে কিছুই বলিবার নাই
আসসালামু আলাইকুম,
১.আমাদের বাংলাদেশের কবিদের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হইতেছে কথায়-কথায় ধর্মকে অবমাননা করা। তাহাতে যে অন্যের অনুভুতিতে আঘাত করা হয়--সেইটা মত-প্রকাশের স্বাধীনতার অযুহাত তুলিয়া আমাদের কবিগণ ভুলিয়া যান। বিশেষ করিয়া ইসলাম ধর্মকে হেয় করিয়া তাহাকে নানাভাবে কটাক্ষ করিয়া কবিতা রচনা করিয়া এইসব কবিগণ একধরনের নিম্নগামী আনন্দ পাইয়া থাকেন। আর সমালোচকগণ তাহাদিগেক হাত তালি দিয়া প্রগতিশীল আখ্যা পাওয়াইয়া দেন।
২. আবদুল মান্নান সৈয়দও তাহার ব্যতিক্রম ছিলেন না।
আমি প্রগতিশীল ব্লগার নহি। বরং তাহার বিপরীত। একেবারেই রক্ষণশীল। কাজেই মান্নান সৈয়দ যখন আমার ধর্মকে কটাক্ষ করিয়া কবিতা লিখিয়াছিলেন আমি আহত হইয়াছি। আমার মত শত-সহস্রজন আহত হইয়াছিলেন।
এই সত্য বলিবার অধিকার নিশ্চয়ই আমার রহিয়াছে।
আবদুল মান্নান সৈয়দ তাহার কবিতা ''কোম্পনি প্রাইভেট লিমিটেড'' কিতাবের একটি কবিতায় লিখিয়াছেন:
''গরমের ছুটি আসছে--দীর্ঘ ছুটি ইস্কুলের---
রোজার ছুটিও সঙ্গে তার। কী হবে! কী হবে!
এদিকে, রোজা রাখলে, আমার কাম-ও যেন শতগুণে
বেড়ে যায়। ''
এই কবিতারটির নাম ''কী হবে!''
হে পরম করুণাময় আমাদিগকে তুমি ক্ষমা করিয়া দাও। আমাদিগকে সহজ সরল পথে চলিবার তাওফিক প্রদান কর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।