ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান জেসি রাইডার। আর এ কারণে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত মার্চে ওয়েলিংটনে একটি ঘরোয়া ম্যাচ খেলার সময় তার ড্রাগ টেস্ট করানো হয়।
এরপর ১২ এপ্রিল নিউজিল্যান্ডের স্পোর্টস ট্রাইব্যুনালে ড্রাগ টেস্টে ফলাফল পজেটিভ আসায় তাকে নিষিদ্ধ করা হয়। তবে ড্রাগ নেওয়ার বিষয়টি অস্বীকার করে জেসি রাইডার বলেন, আমি কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করিনি।
নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ওজন কমানোর জন্য আমি একটি ওষুধ খেয়েছিলাম। তাতেই ড্রাগ টেস্ট পজিটিভ এসেছে বলে আমার ধারণা।
বোর্ডের দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না জেসি। ভবিষ্যতে ট্যাবলেট খাওয়ার বিষয়ে আরও সজাগ থাকবেন বলে জানিয়েছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।