মানুষ বাচেঁ তার কর্মে!
রাজধানীতে স্বামী-স্ত্রী দম্পতি জোড়া খুনের নাটের গুরু তাদেরই মেয়ে ঐশী’র বক্তব্যঃ
“বাবা ছিল ব্যাকডেটেড (সেকেলে)। আমার সঙ্গে তার ম্যাচ করত না (মিলত না)। আর মা আমার সব কথাই বাবাকে বলে দিত। কোনো ফ্রিডম (স্বাধীনতা) ছিল না। আমি বোর (বিরক্ত) হয়ে গেছিলাম।”
বাহ, ভালো তো! ভালো না?! আমরা, আমাদের সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে তাহলে এসবই শিক্ষা দিচ্ছি। যে সমাজের নিজস্ব কোনো স্বকীয়তা নেই, যে সমাজ অন্য কোনো সমাজের অন্য কোনো সিস্টেম ধার করে চলে...সে সমাজে এর থেকে বেশি ভালো কিছু আশা করা ও বোকামি।
আমরা ভালো লোকদের নীতিকথায়ও কান দেই না, আমরা নিজেদের ধর্মও নিজেরা ঠিকমত পালন করি না। তাহলে, আমাদের ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার সোর্স টা কোথায়? অতএব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম খারাপ হবে না তো নীতিপুত্র যুধিষ্ঠির হবে নাকি??!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।