আমাদের কথা খুঁজে নিন

   

গত তত্ত্বাবধায়ক অবৈধ

গত তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে ক্ষমতায় ছিল। কেননা তারা তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর শাসন করেছে। এটা অনেক বড় দুর্নীতি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘পাবলিক সেটিসফেকশন ইউথ কারেন্ট পুলিশিং প্রাক্টিস: এ ডিএমপি স্টাডি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবসময় ছোট দুর্নীতিগুলো দেখি।

দেশের বড় দুর্নীতিগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। অস্ত্রের মুখে কেউ ক্ষমতা দখল করলে, প্রশাসনে বড় বড় ঘটনা ঘুষের মাধ্যমে ধামাচাপা পড়লে আমরা দেখতে পাই না। অথচ কোন এক থানার কোন পুলিশ কন্সস্টেবল ছোট অংকের ঘুষ খেলে তা আমাদের চোখে পড়ে। এখন সময় এসেছে বড় দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলা।

ঐশী প্রসঙ্গে তিনি বলেন, ঐশী যে পরিবেশে গড়ে উঠেছিল তা আমাদের কাম্য নয়।

আমি আশা করি আর কোনো সন্তান যেন এধরনের পরিবেশে গড়ে না উঠে, যে নিজের বাবা-মাকে হত্যা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম সাদ’উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, পুলিশ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।