ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, ২৬ বছর বয়স্ক রুশ গ্ল্যামার গার্ল শারাপোভা নাম পরিবর্তনের আবেদন নিয়ে ফ্লোরিডার সুপ্রিম কোর্টে গিয়েছেন। টুর্নামেন্টের পর সুগারপোভা থেকে আবার শারাপোভায় ফেরত আসতে চান তিনি।
ইউ এস ওপেনে শারাপোভার পোশাকেও সুগারপোভা ক্যান্ডির লাল ঠোঁটের মার্কা দেখা যেতে পারে।
প্রায় ৫ লাখ ডলার বিনিয়োগ করে সুগারপোভা কোম্পানি গঠন করেন শারাপোভা। প্রায় ১৫টি ক্যান্ডি ও মিস্টান্ন জাতীয় পণ্য তৈরি হয় এখানে।
প্রতিটি প্যাকেটের দাম ৫ ডলার। রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, এবং ইউরোপে ব্র্যান্ডটির প্রসারে জোর দিচ্ছেন শারাপোভা।
ফ্লোরিডার আদালত থেকে নাম পরিবর্তনের অনুমতি মিললেও গ্র্যান্ড স্লাম কমিটির অনুমোদন প্রয়োজন হবে শারাপোভার।
আর যদি এই অনুমতি তিনি পেয়েই যান, বিশ্বের তিন নম্বর খেলোয়াড়কে টুর্নামেন্ট চলাকালে 'মিস সুগারপোভা' নামেই ডাকা হবে।
ফোর্বস সাময়িকীর হিসেবে বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় করেছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা।
২০১২ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন মোট ২ কোটি ৯০ লাখ ডলার।
গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতার পর বিজ্ঞাপন ও স্পন্সর থেকে তার আয় কয়েকগুন বেড়ে যায়।
মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সুগারপোভা ব্র্যান্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেই তার নাম পরিবর্তনের ঘোষণাটা আসতে পারে বলে টাইমস জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।