স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নামে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলে যাঁরা নিজেদের শাসন, নিজেদের ব্যক্তিগত স্বার্থে দুই বছর ক্ষমতায় ছিলেন, এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে।এখন সময় এসেছে এঁদের বিরুদ্ধে কথা বলার, এঁদের মুখোশ উন্মোচন করার।’
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পুলিশের বর্তমান সেবায় জনতুষ্টি-সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর ঢাকার ৪৬টি থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে আসা ৬১৭ জনের মতামতের ওপর এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওপর এই প্রতিবেদন তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কে এম সা’দ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।