আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ যেন আমাদের প্রাচুর্য প্রদর্শনের উপলক্ষ্য না হয়

ফিরবে পথের কোলাহলে...আমার এ গান পথ দেখাবে...নতুন দিনের মিছিলে....

কয়েকদিন আগে এই ঈদ কেনা কাটা বিষয়েই আরো একটি লিখা দিয়েছিলাম। আসলে কেন জানি মনে হয়, এসব ব্লগ টগ পড়ে আমাদের মন মানসিকতার খুব একটা পরিবর্তন হয় না। ঘুরে ফিরে আবারো এলো ঈদ, আবারো এলো ঈদ শপিং আর জমকালো পোষাক, শাড়ী আর ভারতীয় লেহেংগা (কোন এক অজানা কারনে এই পোষাকটিকে আমার ভীষন অশ্লীল মনে হয়)। কাঁচা বাজারে আগুন লাগলেও বোঝার উপায় নেই যা বাংলাদেশ এ কেউ অর্থ কষ্টে আছেন। সমানে বিক্রী হয় লক্ষ টাকা দামের শাড়ী, আলো ঝলমলে - মাল্টি স্টোরিড সুপার মল এ কেনা কাটা করতে এসে তেজপাতা স্টাইলে টাকা ওড়ায় নব্য কর্পোরেট। এদিকে সারা বছরই যাদের বাধ্যতা মুলক রোজা, ঈদের দিনটিতেও তাদের হাঁড়ি চড়ে না। আমার এই পোস্ট টি যারা পড়বেন, তাদের প্রতি অনুরোধ থাকলো.....দয়া করে মহান সংযম এর এই মাসটি তে সংযমী থাকুন, অযথা লোকদেখানো অর্থনাশ না করে তা দিয়ে ঈদের দিনটিতে হলেও অন্তত: একটি গরীব দু:খী পরিবার এর পাশে দাঁড়ান। সবাই কে ঈদ মুবারাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।