বোনাস পেয়ে ঈদ বাজারে
গেলাম নিয়ে বউ
মনটা আমার ফুরফুরে খুব
বউয়ের মুখে ফুটাব এবার মৌ ।
কেনাকাটায় ভীষন পটু
সব করে ঠিক ঠিক
শাড়ি চুরি গয়না থেকে
মেহেদি মেকাপ লিপস্টিক ।
বেতন বোনাস একে একে
সবই হল হাওয়া
মুচকি হেসে বউকে বললাম
চলনা যাক যাওয়া?
বউটি আমার চমকে উঠে
বলল, বলছ একি
এখনও যে কেনাকাটার
অনেক কিছুই বাকি!
থাক না এবার চল বেরুই
পরে যাবে দেখা
নইলে পরে ট্যাক্সি ছেড়ে হাঁটতে হবে
মানি ব্যাগ যে ফাঁকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।