আমাদের কথা খুঁজে নিন

   

লে জে হুসাইন মো: এরশাদ ও যত দোষ নন্দ ঘোষ।

কীট

এরশাদ চাচার ব্যাপারটা বুঝতাছি না , কেউ কি বলবেন এই নিরীহ মানুষটা আবার কি করলো, ১৯৮২ তে নাকি জোর করে বলেছিলো যে রাষ্টের কারনেই ক্ষমতা গ্রহন করতে হলো , তখন না হয় অন্যায় করেছিলো, ১৯৯০ এ না সৈরাচার ছিলো , তাই হাসিনা চাচী ও খালেদা খালা আম্মা মিলে খুব ধোলাই দিলো । কিন্তু আবার চাচার বিচার করা হবে। চাচা আপনার শনির দশা লেগেছে। ভালো পাথর হাতে দেন ও ভালো পীরের কাছে যান, আটরশী পীর বাদ দিয়ে, ইদানীং চাচী ও খালাম্মা সৈাদি আর ব যাচ্ছেন , যান না ওদিক কোন নতুন পানি টানি আছে নাকি। যতদুর জানি, এরশাদ, ঢাকা শহরের বেরী বাধ থেকে শুরু করে ঢাকা শহরের লাইটিং, রাস্তাঘাট , যমুনা সেতু , সারা বাংলাদেশের অনেক উন্নয়নেই তার দারা সম্পাদিত হয়। তারপর ও এই লোকটার উপর এত জঞ্ঝাট কেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।