স্টিফেন হকিং এর হট কমেন্ট
আবার গুরু হটলিষ্টে। সদ্য প্রকাশিত মহাবিশ্বের সৃষ্টি রহস্য ঈশ্বরের ভূমিকা নিয়ে স্টিফেন হকিং-এর মন্তব্য নিঃসন্দেহে বিশ্বে আলোচনা বা সমালোচনার একটা ঝড় বইয়ে দিবে। কিন্তু ভয় হয়, সমালোচনাকারীরা আবার না তাকে 'হুমায়ূন আজাদ' স্যারের মতো করে।
গুরু তুমি বেচে থেকো হাজার বছর, আর তোমার সৃষ্ট দি গ্রেট ডিজাইন বইটি বেষ্ট অব দ্য বেষ্ট সেলার হোক এই কামনা করি।
আমার মনে হয়, গুরুর এই একটা কথা মহাবিশ্ব ঈশ্বর সৃষ্টি করেননি - রাজাকারসহ সমস্ত কট্টরপন্থীদের মাখা আউলা-ঝাউলা করে দেবে।
আপনাদের কি মনে হয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।