আমাদের কথা খুঁজে নিন

   

অসম সমীকরণ!

সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা। আশা করি আগামী শুক্রবার আবারো সরকারীভাবে টিভি-রেডিওতে বিজ্ঞাপন দিয়ে ঔষধ, কাপড়, খাদ্য ইত্যাদির ভিক্ষা চাওয়া শুরু হয়ে যাবে । কারন, - আমাদের শত কোটি টাকা খরচ করে রাশিয়া থেকে অস্ত্র কেনার সামর্থ্য আছে! - হাজার কোটি টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের সামর্থ্য আছে! - বিরোধী আর হেফাযতীদের দমনের জন্য সরকারী সেনাবাহিনী আছে! - হলমার্ককে আবারো লোন দেয়ার জন্য টাকা আছে ! - শারুখ, ক্যাটরিনা আর রানীদের নাচ দেখার টাকা আছে! কিন্তু, -দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা আর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় টাকা আর জনশক্তি নাই। রাসূল {সাঃ} দূর্যোগের পূর্বাবাস দেখলে নামাজে দাড়িয়ে যেতেন। আমাদের সব মিডিয়াগুলা ব্যাপক প্রস্তুতির কথা বলছে। আমার কথা হল প্রকৃতি খুবই বেখায়ী, তাকে চ্যালেঞ্জ দেয়া বোকামি। সবাই দু-রাকাত নামাজ পড়ে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের হেফাযত করেন। সিডর , নার্গিস আর আইলার কথা ভুলে যাবেন না, দোয়া ছাড়া বিকল্প নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।