আমাদের কথা খুঁজে নিন

   

এই ব্লগে কি সাদাকে সাদা বলা যায়না ? তাহলে বাই..বাই....

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...

একটা মেয়েকে নিয়ে যার যা ইচ্ছা লিখবে,যেমন ইচ্ছা তেমন মন্তব্য করবে,মডারেটর তা সহ্য করবেন,এলাও করবেন,আর মেয়েটির পক্ষ নিয়ে একজন কথা বললে,লেখা মুছে দিবেন,,ব্যান করার হুমকী দেবেন,তাহলে কি জন্য এর ব্লগ খুলছেন ? অপরাধীর শাস্তি চাওয়া কি ব্যক্তিগত আক্রমন। বাঁধনকে যারা লাঞ্চিত করেছে,তাদের বিচার চাইবেন,সুন্দর সুন্দর কথা বলবেন,আর অন্যদিকে একটি মেয়ের যে কিনা একজন সেলিব্রিটিও,তার জীবন যে বিপন্ন করল,তার বিচার চাওয়া কি অপরাধ ? আমি নিজ নামে,নিজস্ব আইডিতে ব্লগ লিখি.যারা ছদ্মবেশি তাদের কিছু করেননা....................ফাজলামির একটা সীমা থাকা উচিত,,,,,,,,,, আমি সামু কর্তৃপক্ষের অন্যায়ভাবে লেখা মুছে দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি,,,,,,,,,,,,,,,,,নিন্দা জানাচ্ছি। এবং আমার মুছে দেয়া লেখা ২৪ ঘন্টার মধ্যে পুনসংযোজন করা না হলে সামুতে আর কোনদিন লিখবনা । কদিন আগে ব্লগার অমি রহমান পিয়াল,সামু সম্পর্কে কিছু কথা বলেছিলেণ,বিশ্বাস করিনি.এখন করতে বাধ্য হচ্ছি। যারা আমার লেখার মন্তব্যে আজেবাজে মন্তক্য করেছে,তাদের কি ছিড়েছেন ?? ব্লগ চর্চার নামে অসুস্থতার চর্চা বন্ধ হোক...........আচরণ দেখে মনে হয় সামু সম্পর্কে বাজারে প্রচলিত কথাগুলো মিথ্যা নয়...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।